জৈন্তাপুর প্রতিনিধি
ডিসেম্বর ০৩, ২০২১
০৩:৩৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৩, ২০২১
০৩:৩৬ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে দানাদার খাদ্য উপকরণ বিতরন করা হয়।
আজ বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সকাল ১১টায় প্রাণী সম্পদ অধিপ্তরের জৈন্তাপুর সিলেটের আয়োজনে দানাদার খাদ্য উপকরণ বিতরন অনুষ্ঠান আয়োজিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ।
উপস্থিত সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্টির সুফলভোগীরা মধ্যে অনুষ্ঠানের অতিথিরা দানাদার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আরকেএস/আরসি-১০