শাবিপ্রবিতে সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি তামিম, সম্পাদক ফাহিম

শাবিপ্রবি প্রতিনিধি


ডিসেম্বর ০৩, ২০২১
০৬:৫০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৩, ২০২১
০৬:৫০ অপরাহ্ন



শাবিপ্রবিতে সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি তামিম, সম্পাদক ফাহিম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন 'সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন' এর নতুন কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিতে সভাপতি হিসেবে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০১৭ -১৮ সেশনের শিক্ষার্থী মো. তামিম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে একই  বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. ফাহিম ফয়সাল কে মনোনীত করা হয়েছে।

আজ শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. জুয়েল রানা, সহ-সভাপতি অরুপ চাকী, মো. আরিফুল ইসলাম শোয়েব, মো. নাজমুল হোসেন, মো. ইমন মিয়া, মো. মোশতাক আহমেদ সজীব, মো. আবু রেদোয়ান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজীব হাসান, মো: নাজমুল হক, রেজওয়ান রিজভী, সহ-সাধারণ সম্পাদক মো. ইমরান ইসলাম খান, স্বরুপ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক মো. নাবিল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রেজওয়ান রাহাত, নূসরাত জাহান ইভা, কোষাধ্যক্ষ মো. রাকিব হাসান, উপ-কোষাধ্যক্ষ তাহমিনা হাসান তমা, প্রচার সম্পাদক মাহমুদ আল রাজী, উপ-প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ আদিত্য, দপ্তর সম্পাদক মো. বাদশা বুলবুল, উপ দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রিফাত, মো. হিমেল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সিল অতুল আল উমেরা রিমি, লিয়াজো সম্পাদক মো: আবু সালমান হোসাইন।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- শেখ মেহেদী হাসান, মেহরাব আল ইনজামাম, মো: আব্দুর রউফ, প্রান্ত সাহা ও মো: নাজমুস সাকিব।

উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করে সংগঠনটি।

এইচএন/আরসি-০২