গোলাপগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ০৩, ২০২১
১০:৩৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৩, ২০২১
১০:৩৮ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সম্মেলন কক্ষে দি 'কোভিড-১৯ পরবর্তী অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে প্রয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব ও অংশগ্রহণ' প্রতিপাদ্যকে সামনে রেখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আজিজুল হক, উপজেলা কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রাম অফিসার প্রণব সিংহ, লিটল স্টার স্কুল ফর স্পেশাল চাইল্ড স্কুলের শিক্ষক মোহাম্মদ শামীম আহমদ, সূপর্ণা দেব প্রমুখ ।
এসময় সভায় লিটল স্টার স্কুল ফর স্পেশাল চাইল্ড এর শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এফ এম/বি এন-০৬