সিলেট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়নপত্র বিতরণ আজ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৪, ২০২১
০৪:১৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৪, ২০২১
০৭:০৩ পূর্বাহ্ন



সিলেট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়নপত্র বিতরণ আজ

সিলেট প্রেসক্লাবের (২০২০-২০২১) দ্বি-বার্ষিক নির্বাচনের পূর্বঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র আজ শনিবার (৪ ডিসেম্বর) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিতরণ করা হবে।

আগামী সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত জমা নেওয়া হবে। মনোনয়ন প্রত্যাহার ৯ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।  

২৪ নভেম্বর কার্যনির্বাহী কমিটির সভায় এই তফশীল চূড়ান্ত করা হয়। সভায় নির্বাচন পরিচালনার জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিলেট প্রেসক্লাবের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির ওপর দুই সদস্য হচ্ছেন অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী ও অ্যাডভোকেট সন্তু দাস।

আরসি-১০