গোলাপগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ০৪, ২০২১
০৬:৪৩ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৪, ২০২১
০৬:৪৩ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার আমুড়া ইউনিয়নের আমনিয়া বাজারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য মনজুর শাফি চৌধুরী এলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দেলোয়ার হোসেন চুন্নু ।
বক্তারা বিগত সময়ের উন্নয়নকে সামনে রেখে জনগণকে সম্পৃক্ত করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে নৌকায় বিজয় নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
এসময় আরও বক্তব্যে দেন আমুড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, সহ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ, কার্যকরী সদস্য এম এ ওয়াদুদ এমরুল, কামাল মিয়া, আওয়ামী লীগ নেতা সৈয়দ ফখরুল আম্বিয়া, মিছলু আহমদ, দুলাল আহমদ, আব্দুল হক, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফরহাদ আহমদ, সাধারণ সম্পাদক জিয়ায়ুল ইসলাম জাবের।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হেলাল আহমদ ।
এফএম/আরসি-০৪