জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৪, ২০২১
০৪:৪৭ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৪, ২০২১
০৫:৪৯ অপরাহ্ন



জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

নীলফামারীতে জঙ্গী আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে রেখে অভিযান চালাচ্ছে র‌্যাব।

আজ শনিবার (৪ ডিসেম্বর) ভোর রাত থেকেই নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি ঘেরাও করে রেখেছে র‌্যাব। এসময় পুলিশ আশেপাশে অবস্থান নিয়েছে।

সকাল সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, ঘটনাস্থল থেকে আইইডি সদৃশ একটি বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব। বিস্ফোরকটি নিষ্ক্রিয় করার কাজ করছে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি টিম। ওই বাড়ি থেকে পাঁচজনকে আটক করেছে র‍্যাব।

আস্তানাটিতে আরও কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে। অভিযানের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

আরসি-০৫