শ্রীমঙ্গল সোসাইটি’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি


ডিসেম্বর ০৪, ২০২১
০৫:০৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৪, ২০২১
০৫:০৫ পূর্বাহ্ন



শ্রীমঙ্গল সোসাইটি’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

‘দুঃখীজনের সাথে, অসহায় জীবনের পাশে’ এই শ্লোগান নিয়ে গত শুক্রবার দুপুরে সংগঠনের উদ্যোগে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শহরের মৌলভীবাজার সড়কস্থ লেবার হাউজ মিলনায়তনে শ্রীমঙ্গল সোসাইটি’র আয়োজনে অনুষ্ঠিত এক কর্মসূচিতে উপস্থিত অর্ধশতাধিক পঙ্গু ও কর্মক্ষমতাহীন অসহায় হতদরিদ্রদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সোসাইটির সভাপতি এডভোকেট অনিরুদ্ধ চক্রবর্ত্তীর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক অনুজকান্তি দাশের সঞ্চালনায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মৌলভীবাজার জেলা জজ কোর্টের প্রাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আজাদুর রহমান আজাদ, জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার ও শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত উপস্থিত থেকে দুস্থদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন।

খাদ্যসামগ্রীর মধ্যে জনপ্রতি ৮ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি লবণসহ দুধ, চিনি, চা-পাতা, বিস্কুট, সেমাই ইত্যাদি বিতরণ করা হয়। এসময় সংগঠনের সদস্যদের সাথে স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জি কে/বি এন-০২