গোলাপগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ০৫, ২০২১
০৭:৩৮ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৫, ২০২১
০৭:৩৮ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। শনিবার ( ৪ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন ।
এ সময় বক্তারা বিগত সময়ের উন্নয়ন কে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সাথে জনগণকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে নৌকায় বিজয় নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন ।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, সহ দফতর সম্পাদক হোসেন আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, রেহান উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশফাক আহমদ মাসুদ, যুবলীগ নেতা আফজাল হোসেন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাসুদ আহমদ।
এফ এম/বি এন-০৪