গোয়াইনঘাট প্রতিনিধি
ডিসেম্বর ০৫, ২০২১
০৭:৪৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৫, ২০২১
০৭:৪৯ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২২৫ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার লামা ইস্তি এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে জসিম উদ্দিন (২৩), ফতেহপুর (লামাকাজী) জালালাবাদ এলাকার মৃত আফতাব আলীর ছেলে ফরহাদ আলী (২৪) ও জালালাবাদ নেহারীপাড়া এলাকার মৃত জামাল মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) অনুজ কুমার দাস, সহকারি উপ-পরিদর্শক (এ এসআই) দিবাস দাস সঙ্গীয় ফোর্স নিয়ে রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজার এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে ২২৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। গোয়াইনঘাটকে মাদক মুক্ত করতে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
এম এম/বি এন-০৬