গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো.আব্দুল মুনিম আর নেই

গোলাপগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ০৫, ২০২১
০৮:০১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৫, ২০২১
০৮:০২ অপরাহ্ন



গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো.আব্দুল মুনিম আর নেই

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো.আব্দুল মুনিম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বাংলাদেশ সময় শনিবার ভোর রাতে আমেরিকার নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। 

মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭২ বছর । তিনি স্ত্রী,৩ ছেলে  ২ মেয়ে ও নাতী-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় সময় শনিবার বাদ জোহর নিউইয়র্কের ব্রুকলিনের আল আমান মসজিদে জানাজা শেষে এখানেই মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

মো.আব্দুল মোমেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামের বাসিন্দা। কর্মজীবনে তিনি উপজেলার দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন । 

এফ এম/বি এন-০৮