জৈন্তাপুর ফুটবল একাডেমির বৈঠক অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি


ডিসেম্বর ০৫, ২০২১
০৮:৩০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৫, ২০২১
০৮:৩০ অপরাহ্ন



জৈন্তাপুর ফুটবল একাডেমির বৈঠক অনুষ্ঠিত

জৈন্তাপুর উপজেলা ফুটবল একাডেমির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ।

রবিবার (৫ ডিসেম্বর) জৈন্তাপুর উপজেলা পরিষদের হল রুমে জৈন্তাপুর ফুটবল একাডেমির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

ফুটবল একাডেমীর প্রশিক্ষক বশির আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম, ইনছান আলী সহ উপজেলা ফুটবল একাডেমির ফুটবলার সহ বিভিন্ন এলাকার ফুটবলাররা। 

প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, জৈন্তাপুর উপজেলার প্রতিটি ওয়ার্ড হতে যারা ভাল ফুটবল খেলা করে তাদের চিহ্নিত করে কোন প্রকার স্বজনপ্রীতি ছাড়াই জৈন্তাপুর উপজেলা ফুটবল একাডেমির সদস্য করতে হবে। উপজেলা ফুটবল ঐতিহ্য নতুন নয়। তাই অতীতের সোনালী দিন গুলো ফিরে আনতে হবে। জৈন্তাপুর উপজেলা ফুটবল একাডেমিকে সিলেট বিভাগের মধ্যে সেরা একাডেমি হবে। আমি আশা করবে আপনারা সেই দিকে অগ্রসর হবেন। 

আর কে/বি এন-১০