জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি


ডিসেম্বর ০৫, ২০২১
০৮:৪৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৫, ২০২১
০৮:৪৯ অপরাহ্ন



জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ব্যাপক উৎসহ-উদ্ধীপনার মধ্যে দিয়ে জৈন্তাপুর উপজেলা সদরের স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে আমিনুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। 

 শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ২৬৮ জন ভোটারের মধ্যে ২৫৫ জন সদস্য তাদের ভোটারধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসাবে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের কর্মকর্তা মো. হায়দর আলী ও সদস্য সচিব জৈন্তাপুর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশনার ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল আলম, বদর উদ্দিন পারভেজ, আব্দুল্লাহ আল-মামুন, ডা. আব্দুল মন্নান (মনা)। 

ত্রি-বার্ষিক নির্বাচনে ৬টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে আমিনুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম, সহ-সভাপতি পদে মো. মসকত আলী, সহ-সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে তাজুল ইসলাম হেলেন, অর্থ সম্পাদক পদে মো. মাসুক আহমদ নির্বাচত হন।

এছাড়া দপ্তর ও প্রচার সম্পাদক পদে দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য পদে ইলিয়াছ জাবেদ আফাং এবং বিলাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

ভোট কেন্দ্র পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মো. ইয়াহিয়া, সাবেক চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, আওয়ামীলীগ নেতা সিরাজুল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, হানিফ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মামুন পারভেজ, ব্যবসায়ী ইলিয়াছ উদ্দিন (লিপু), জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সুলেমান আহমদ, সাধারণ সম্পাদক আবু তাহের, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য নাজমুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুস শুকুর, ইউপি সদস্য মনসুর আহমদ ও হুমায়ুন কবির খান, জালাল আহমদ, আব্দুল কাদির, হারুন-উর রশিদ সরকার।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী শাহ আলম, মো. আলতাফুর রহমান, মাস্টার জাহাঙ্গীর আলম, ব্যংকার রতন চন্দ্র ঘোষ ও রফিক আহমদ।

নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্ব ছিলেন জৈন্তাপুর মডেল থানার এস আই সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্স ও আনসার সদস্যগণ।

আর কে/বি এন-১৩