জৈন্তাপুর প্রতিনিধি
ডিসেম্বর ০৫, ২০২১
১০:৩৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৫, ২০২১
১০:৩৪ অপরাহ্ন
জৈন্তাপুরে বিজিবির কাছে চোরাকারবারীদের তথ্য দেওয়ায় স্কুল ছাত্রের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে স্কুল ছাত্রের পরিবার। জৈন্তাপুর মডেল থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।
পরিবারের দাবী তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছিল চোরাকারবারীরা। ঘটনাটি ঘটে উপজেলার নিজপাট ইউনিয়নের গৌরীশংকর গ্রামে।
পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, গৌরীশংকর গ্রামের সরাফত আলীর ছেলে রুহেল আহমদ টিটু (১৫)। সে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। গৌরীশংকর গ্রাম ও তাদের বাড়ীর পাশ দিয়ে প্রতিদিন চোরাকারকারীরা ভারতীয় পণ্য আদান-প্রদান করে থাকে।
সম্প্রতি বিজিবি চোরাকারবারীদের মালামাল আটক করে। চোরাকারবারীদের তথ্য বিজিবিকে দেয় টিটু সহ এলাকাবাসী। এরপর শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৭টায় টিটু হাত-মুখ দোয়ার জন্য নদীতে যায় । এসময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা চোরাকারবারী ইসলাম উদ্দিন ও হেমজা মিয়া টিটুকে জোরপূর্বর মটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায় হেমজা মিয়ার বাড়ীতে।
ঘরের ভিতর দড়ি দিয়ে বেঁধে তাকে বেধড়ক মারপিট করতে থাকে। সংবাদ পেয়ে তার আত্মীয় স্বজনরা স্থানীয় ইউপি সদস্য’র সহযোগিতায় তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে টিটুর ভাই বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
ইউপি সদস্য মনছুর আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টিটুর বাবা আমাকে ফোন করে বলার পর আমি তাদেরকে নিয়ে হেমজা মিয়ার বাড়ীতে যাই এবং টিটুকে উদ্ধার করে নিয়ে আসি।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর জানান, আমরা টিটুর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
আর কে/বি এন-১৪