গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ০৬, ২০২১
০৩:৩৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৬, ২০২১
০৩:৩৮ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের স্টাফ বিদ্যুৎ কারিগর মোহাম্মদ শাহাদাত হোসেন (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৫ ডিসেম্বর) ২টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের খর্দাপাড়া গ্রামের তলাহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাহাদাত হোসেনের বাড়ি ফেনী জেলায়। তার পিতার নাম নুরুল হক।

বিদ্যুৎ লাইনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হোন শাহাদাত হোসেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পোস্ট মোর্টেমের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম গোপাল চন্দ্র শিব।

এফএম/আরসি-১৬