রাত পোহালেই ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির ভোট

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ০৬, ২০২১
০৪:২৩ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৬, ২০২১
০৪:২৩ পূর্বাহ্ন



রাত পোহালেই ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির ভোট

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনের প্রচার প্রচারনার ইতি টেনছেন বণিক সমিতির প্রার্থীরা। আজ সোমবার (৬ ডিসেম্বর) ভোট তাই নির্বাচন কমিশন ও তাদের শেষ মুহুর্তের প্রস্তুতি শেষ করে নিচ্ছে।

এ নির্বাচনে ৫৩ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। শনিবার (৪ ডিসেম্বর) সারাদিন শেষ মুহুর্তের প্রচারনা ও ভোট চেয়ে দিন পার করেছেন প্রার্থীরা। এখন শুধু ভোটের অপেক্ষা।

রবিবার (৫ ডিসেম্বর) রাত পোহালেই আসবে কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ। প্রচার শেষ হয়ে গেছে এখন প্রার্থীদের মনোযোগ ভোট কেন্দ্রের দিকে।ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচনে এবার ভোটাধিকার প্রয়োগ করবেন ১৯৩৯ জন ভোটার।  গত নির্বাচনে এতো ভোটার ছিল না। সকল প্রার্থী জিততে মরিয়া। শনিবার শেষ দিন প্রার্থীরা শেষবারের মতো সর্বোচ্চ ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করেছেন।

বণিক সমিতি নির্বচনের সহকারী নির্বাচন কমিশনার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহাদুজ্জামান বলেন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বচনের জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করি সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২০১২ সালের ২৯ মার্চ ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বচন অনুষ্ঠিত হয়।

এসএসি/আরসি-১৮