জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
ডিসেম্বর ০৬, ২০২১
০৭:৪০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৬, ২০২১
০৭:৪১ পূর্বাহ্ন
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি নির্বাচনকে সামনে রেখে জৈন্তাপুরে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ ডিসেম্বর) রাত ৯টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশিষ্ট ব্যবসায়ী ও জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং ব্যবসায়ী ইলিয়াছ উদ্দিন লিপুর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সাবেক সহ-সভাপতি হাজী মো. দিলওয়ার হোসেন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সমন্বয়কারী সিলেট চেম্বারের সহ-সভাপতি চন্দন সাহা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির পূনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, জৈন্তাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান ও সদস্য নাজমুল ইসলাম। সিলেট চেম্বারের জৈন্তাপুর উপজেলার সদস্য ও ভোটারগণও এসময় উপস্থিত ছিলেন।
আগামী ১১ ডিসেম্বর সিলেট চেম্বার নিবার্চনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থী তাহমিন আহমদ, ওয়াহিদুজ্জামান চৌধুরী, মুজিবুর রহমান মিন্টু, কাজী মো. মোস্তাফিজুর রহমান, জয়দেব চক্রবর্তী ও মো. মাহবুবুল হাফিজ চৌধুরীকে (মুশফিক) পরিচয় করিয়ে দেওয়া হয় এবং প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানানো হয়।
আরকেএস-০১/এএফ-০১