‘জাওয়াদ’র প্রভাব সিলেটেও, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বেড়েছে শীত

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ০৬, ২০২১
০৭:২৮ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৬, ২০২১
০৭:২৯ অপরাহ্ন



‘জাওয়াদ’র প্রভাব সিলেটেও, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বেড়েছে শীত

দেশের বিভিন্ন জেলার মত ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়েছে সিলেটেও। রবিবার রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বেড়েছে শীতের মাত্রা। আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

অসময়ের এই বৃষ্টিতে অনেকেই বিপাকে পড়েছেন। অফিসগামী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা বেগ পেতে হচ্ছে যাতায়াতে।

আবহাওয়াবিদরা ধারণা করছেন, মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এরপর তাপমাত্রা কমে বাড়তে পারে শীত। তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে বুলেটিনের মাধ্যমে জানানো হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। জাওয়াদের প্রভাব থাকবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। এই দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, দেশের সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্টমার্টিনের পথে যাতায়াতকারী সব জাহাজ চলাচল রোববার সকাল থেকে বন্ধ রয়েছে।

আরএম-০৬