বড়লেখায় পাকহানাদার মুক্ত দিবস পালিত

বড়লেখা প্রতিনিধি


ডিসেম্বর ০৬, ২০২১
০৯:১০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৬, ২০২১
০৯:১১ পূর্বাহ্ন



বড়লেখায় পাকহানাদার মুক্ত দিবস পালিত

মৌলভীবাজারের বড়লেখায় পাক হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে সোমবার (৬ ডিসেম্বর) বিজয় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ড, বড়লেখা প্রেসক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। 

দুপুরে বিজয় র‌্যালিটি বড়লেখা পৌরশহর প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুল হান্নান। 

প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন। 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডার আহ্বায়ক মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, তালিমপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বড়লেখা সরকারি কলেজের প্রভাষক সফিউল আলম, উদীচী শিল্পী গোষ্ঠীর নাট্য সম্পাদক সালমান কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডার সদস্য সচিব শুভাশিস দে শুভ্র, নবনির্বাচিত ইউপি সদস্য ছায়রা বেগম, হাজেরা বেগম ও কটাই মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান সামছুল ইসলাম রিফাত, জাফর আহমদ প্রমুখ।


এ.জে/বি এন-০৬