তথ্য প্রতিমন্ত্রীর অপসারণ দাবি জাসদের

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৭, ২০২১
০১:০৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২১
০২:৫৭ পূর্বাহ্ন



তথ্য প্রতিমন্ত্রীর অপসারণ দাবি জাসদের

১৪ দলের শরিক বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অপসারণের দাবি জানিয়েছেন। 

আজ সোমবার এক বিবৃতিতে প্রতিমন্ত্রীর অপসারণ দাবি করেছেন দলটির নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানের মন্তব্য যাবতীয় ভব্যতা ও শিষ্টাচারের সীমারেখা অতিক্রম করেছে। তাঁর বক্তব্য সরাসরি নারীবিদ্বেষী ও অত্যন্ত কূরুচিপূর্ন। কোনো গণতান্ত্রিক সভ্য দেশে কোনো মন্ত্রীর মুখ দিয়ে এমন বক্তব্য বের হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। আমরা আশা করবো সরকার এই ব্যপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন সহ তার অপসারণ নিশ্চিত করবে।’

আরসি-০৮