সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৭, ২০২১
০২:৩৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৭, ২০২১
০২:৩৫ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের বাসে কোনো ভাড়াই নেওয়া উচিত নয় বলে দাবি তুলেছেন জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব।
আজ সোমবার (০৬ ডিসেম্বর) দুপুরে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) আয়োজনে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক এক বিশেষ সেমিনারে যোগ দিয়ে এ দাবি তুলেন তিনি।
তিনি, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। শিক্ষার্থীদের আমরা রাষ্ট্রীয়ভাবে ভালো অবস্থান দিতে পারিনি। দিতে পারলে তারা হাফ পাসের জন্য বা অন্যান্য কারণে আন্দোলন না করে শান্ত ছেলের মতো দেশের উন্নয়নে কাজ করত। করোনাকালীন সময়ে পোশাকশিল্প থেকে শুরু করে বিভিন্ন জায়গা প্রণোদনা দেওয়া হয়েছে। যদিও শ্রমিক পাননি। এখানেও রাষ্ট্রের কাছে শিক্ষার্থীরা দাবিদার। রাষ্ট্রকে তাদের দায়িত্ব নিতে হবে। তাই শিক্ষার্থীদের বাসে কোনো ভাড়াই নেওয়া উচিত নয়। দেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে শিক্ষার্থীরা।
সেমিনারে অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব। আরো উপস্থিত ছিলেন জাতীয় কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব, রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সভাপতি মো. রোকনুজ্জামান মনি।
আরসি-১৩