ওসমানীনগরে তিন লাখ টাকার মালামাল চুরি

ওসমানীনগর প্রতিনিধি


ডিসেম্বর ০৭, ২০২১
০৪:০৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২১
০৪:০৬ পূর্বাহ্ন



ওসমানীনগরে তিন লাখ টাকার মালামাল চুরি

সিলেটের ওসমানীনগরে দোকানের ৪টি তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।

রবিবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারের মুক্তা ভেরাইটিজ স্টোরে চুরির ঘটনাটি ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ১২টার দিকে দোকান মালিক রাজু ধর দোকান বন্ধ করে বাসায় যান। এরপর রাতের কোন এক সময়ে দোকানের সাটারের ৪টি তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা। এসময় দোকানের ক্যাশে থাকা নগদ প্রায় ৩৫ হাজার টাকা এবং ১২৫ লিটার সোয়াবিন তেল, ২১৬ কেজি গুড়ো দুধ ও বিভিন্ন ব্রান্ডের সিগারেটসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। 

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ওসমানীনগর থানা পুলিশের একটি দল।

দোকান মালিক রাজু ধর জানান, পাহারাদার থাকা সত্ত্বেও চোরেরা ঘরের চারটি তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বিষয়টি রহস্যজনক। 

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাকছুদুল আমীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির সাথে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

ইউডি/আরসি-১৮