সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৭, ২০২১
০৭:৩৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৭, ২০২১
০৭:৪৬ পূর্বাহ্ন
১৯৭১ সালে মিত্রবাহিনী তথা বাংলাদেশের বিজয় এবং ভারত সরকার কর্তৃক বাংলাদেশেকে স্বীকৃত প্রদানের ৫০তম বছরকে স্মরনীয় করে রাখতে ওয়ান বাংলাদেশ একযোগে বাংলাদেশের ২৫টি জেলায় ও বিশ্ববিদ্যালয়গুলোতে র্যালীর ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকা এবং নয়াদিল্লি সহ বিশ্বের ২০ দেশের বাজধানীতে যৌথভাবে মৈত্রী দিবস উদযাপন করা হবে।
সিলেটে মৈত্রী দিবসকে উদযাপন করতে গতকাল বিকাল সারে চারটায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এক র্যালীর অনুষ্ঠিত হয়। র্যালী শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্প স্থাপক অর্পন করা হয়।
এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রফেসর ড.মৃত্যুঞ্জয় কুন্ড, সঞ্চালনায় ছিলেন ওয়ান বাংলাদেশ এর সিলেট জেলার সাধারণ সম্পাদক দেবাশীষ সাহ। এছাড়া অনুষ্ঠানে সৈয়দ মোশাররফ আলী তুহিন,প্রফেসর ড.মনিরুন ইসলাম, ডঃ ফকর উদ্দিন,তরিকুল ইসলাম,মো. আবুল হাসনাত, ড. অসীম সিকদার, সাহিদ আলী, ঋত্নিক দেব অপু, ড. সালাউদ্দিন আহমেদ, আতাউর রহমান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
এএন/০২