সিলেটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৮, ২০২১
০১:৩৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৮, ২০২১
০১:৩৫ পূর্বাহ্ন



সিলেটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সিলেট সিটি করপোরেশনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশের মতো সিলেট সিটি করপোরেশন এলাকায়ও ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে সিলেট সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়ফুল আমীন বাকেরের সভাপতিত্বে ও সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা সারা দেশে ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করবে।

সভায় সিলেট মহানগরে ক্যাম্পেইন বাস্তবায়নে সরকারি-বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরসি-১১