সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৮, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৮, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সিলেটের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) নগরের জিন্দাবাজারস্থ একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
ন্যাপ সিলেট মহানগর শাখার সভাপতি মো. খুরশেদুল আলমের সভাপতিত্বে সভায় মহান বিজয় দিবস পালন করা ও জেলা ন্যাপের সম্মেলনের তারিখ আগামী সভায় নির্ধারণের সিদ্ধান্ত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা ন্যাপের সাধারণ সম্পাদক এম. এ. মতিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, জেলা ন্যাপের শিক্ষা সম্পাদক সমিরন পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, কয়ছর আহমেদ, নিত্তারঞ্জন দাশ, আছাব উদ্দিন, সুরমান আলী, আব্দুল লতিফ, সবুজ পাল, বিধু ভুষন দাশ, ফারুক আহমেদ, শাহাব উদ্দিন, মহানগর ন্যাপের মো. নুর জ্জামান চৌধুরী, মিনা শারমিন লাভলী, সাবিনা ইয়াছমিন রিনা, তানিয়া ফেরদৌসী রুনা, মো. কাওছার আহমেদ টিপু, মো. জামাল আহমেদ, রেহেনা ইয়াছমিন, কৃষ্ণ বাবু, জেলা ন্যাপের মইজ উদ্দিন, শাহজালাল মিয়া প্রমুখ।
আরসি-১২