‘স্বাস্থ্য নিয়ে ব্যবসা খালেদাকে জেলে রাখার চেয়েও খারাপ অপরাধ’

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৮, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৮, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন



‘স্বাস্থ্য নিয়ে ব্যবসা খালেদাকে জেলে রাখার চেয়েও খারাপ অপরাধ’

স্বাস্থ্য নিয়ে ব্যবসা খালেদাকে জেলে রাখার চেয়েও খারাপ অপরাধ বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সেমিনারে ভার্চুয়ালে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘আমাদের (গণস্বাস্থ্য কেন্দ্র) একটাই অপরাধ, আমরা কিট নিয়ে ব্যবসা করতে চাইনি। মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে ব্যবসা একটি অত্যন্ত ঘৃণ্য অপরাধ বলে আমি মনে করি। খালেদা জিয়াকে জেলে রাখার থেকেও স্বাস্থ্য নিয়ে ব্যবসা খারাপ অপরাধ। বর্তমানে সময়ে মেডিকেল সাইন্স এবং মেডিকেল পলিটিক্সটাকে আরও ভালোভাবে বোঝা দরকার।’

জাফরুল্লাহ বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজনও সাইন্স (বিজ্ঞান) পড়েনি। মন্ত্রী সাহেবও বিজ্ঞান বোঝেন না, সেক্রেটারি সাহেবও কোনোদিন বিজ্ঞান পড়েছেন কি না জানি না।

তিনি আরও বলেন, এখানে লেনদেনের কোনো সুবিধা নেই বলে তাদের সময় নেই। ওনাদের উৎসাহ অনেক বেশি দ্বিগুণ দামে ভ্যাকসিন কিনতে। প্রায় ১৪ ডলার দিয়ে তারা ভ্যাকসিন ক্রয় করেছেন প্লেনের ভাড়া ছাড়াই।’

আরসি-১৭