জৈন্তাপুর প্রতিনিধি
ডিসেম্বর ০৮, ২০২১
০৮:৫০ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৮, ২০২১
০৮:৫০ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ফুলবাড়ীতে ক্ষুদ্র ঋণ নিয়ে জৈন্তাপুর সমাজসেবা অধিদপ্তরের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ফুলবাড়ী গ্রামের হত দরিদ্র নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে জৈন্তাপুর সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা এ.কে.এম আজাদ ভূইয়া বলেন, সমাজের হত দরিদ্রদের নিয়ে জৈন্তাপুর সমাজসেবা অধিদপ্তর কাজ করছে। তাদেরকে স্বাবলম্বী করে তুলতে ক্ষুদ্র ঋণ দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ঋণ নিয়ে এই টাকাকে কাজে লাগিয়ে ধরে রাখতে হবে। টাকা পেয়ে আপনারা খেয়ে ফেললে নিজেদের উন্নয়ন করা সম্ভব হবে না। ঋণ গ্রহনের পূর্বে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন ? ধরেন আপনার একটি গবাদী পশু রয়েছে আর একটি গবাদী পশু গরুর জন্য কৃষি কাজ করতে পারছেন না। উপজেলা সমাজসেবা অধিদপ্তর আপনাকে একটি গরু কিনে দিবে। যাতে করে আপনি কৃষি কাজ, পুষ্টি উৎপাদন সহ গবাদী পশুর পরিচর্যা করে আপনি স্বাবলমী হতে পারেন। সঠিক পরিকল্পনা মোতাবেক আপনারা কাজ করলে নিশ্চিত স্বাবলম্বী হতে পারবেন।
তিনি সবজি চাষ, গবাদী পশু পালন, বাঁশ বেতের কারখানা, মুরগীর খামার করার পরামর্শ দেন। সেক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর সবাইকে প্রশিক্ষণ ব্যবস্থা সহ যাদের ঋণ গ্রহনের প্রয়োজন তাদের মধ্যে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা করবেন।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী জুলেখা বেগম, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির সহ ফুলবাড়ী গ্রামের প্রান্তিক ও হত দরিদ্র পরিবারের সদস্যরা।
আর কে/বি এন-০২