শাবিতে ভর্তি ৪ জানুয়ারি, আবেদন ৩০ হাজার

শাবি প্রতিনিধি


ডিসেম্বর ০৮, ২০২১
১০:৫০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৮, ২০২১
১০:৫০ অপরাহ্ন



শাবিতে ভর্তি ৪ জানুয়ারি, আবেদন ৩০ হাজার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে আগামী ৪ জানুয়ারি থেকে ভর্তি শুরু হবে। এতে ‘এ-১’, ‘এ-২’ ও ‘বি’ ইউনিটে ১৫৮৭ আসনের বিপরীতে আবেদন করেছে ৩০ হাজার ২৩৭ জন শিক্ষার্থী। 

বুধবার (৮ নভেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ।

তিনি জানান, শাবিপ্রবির ‘এ-১’ ইউনিটে ১৪ হাজার ২৬৫ জন, ‘এ-২’ ইউনিটে ৫৩৬ জন এবং ‘বি’ ইউনিটে ১৫ হাজার ৪৩৬ জন আবেদন করেছেন। আগামী ৪ঠা জানুয়ারি থেকে বিভিন্ন বিভাগের নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ডাকা হবে। 

ড. মুশতাক জানান, আমরা গুচ্ছ পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তালিকা তৈরি করেছি। প্রাথমিক তালিকা থেকে মেধা তালিকা তৈরী করা হবে। মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। এবার ভর্তিও ক্ষেত্রে শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসির নাম্বর যোগ করা হবে না। ভর্তি সংক্রান্ত সব তথ্য https://admission.sust.edu.bd পাওয়া যাবে।

এইচ এন/বি এন-১০