‘সঠিক গবেষণার অভাবে জেনোসাইডের চিত্র ভালোভাবে প্রকাশ পায়নি’

শাবিপ্রবি প্রতিনিধি


ডিসেম্বর ০৯, ২০২১
০২:২২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৯, ২০২১
০২:২২ পূর্বাহ্ন



‘সঠিক গবেষণার অভাবে জেনোসাইডের চিত্র ভালোভাবে প্রকাশ পায়নি’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, পাকিস্তানীদের কাজ ছিল এই দেশের মুক্তিযোদ্ধাদের নিশ্চিহ্ন করা। মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানীরা এই দেশের সাধারণ মানুষের ওপর যে বর্বরতা চালিয়েছিল তা ইতিহাসে বিরল। জেনোসাইডের কথা বললে অপারেশন সার্চ লাইটের কথা মনে পড়ে। এই গণহত্যায় শিক্ষার্থী, শিক্ষক কাউকে বাদ রাখা হয়নি। সারাদেশে অনেক হত্যাকান্ড ঘটেছে। তবে সঠিক গবেষণার অভাবে এই হত্যাকান্ডের চিত্র এখনও ভালোভাবে প্রকাশ পায়নি।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের আয়োজনে 'বাংলাদেশের মুক্তিযুদ্ধ: প্রসঙ্গ জেনোসাইড' বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আজ বুধবার (৮ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন জেনোসাইড গবেষক হাসান মোরশেদ। 

সেমিনারে বাংলা বিভাগের প্রধান ফারজানা সিদ্দিকার সভাপতিত্বে ও সেমিনারের আহ্বায়ক বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরিন আক্তার সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, প্রক্টর ড. আলমগীর কবীর,  ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম, অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম, অধ্যাপক ড. মো. ফয়জুল হক, অধ্যাপক ড. মো. জফির উদ্দিন, বিবিএ অনুষদের ডিন অধ্যাপক ড. খাইরুল ইসলাম শাবিপ্রবি সাইকোলজিস্ট ফজিলাতুন্নেসা শাপলাসহ বিভাগের শিক্ষক-কর্মকর্তা,  কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এইচএন/আরসি-১২