শাবিপ্রবি প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২১
০১:০৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১০, ২০২১
০১:০৪ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে রোববার (১৯ ডিসেম্বর)।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি জানান, রবিবার ১৯ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হবে। এতে ১৯ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম এবং ১৯ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ২৯ ডিসেম্বর থেকে যথারীতি অফিসিয়াল কার্যক্রম এবং ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় ২ জানুয়ারি থেকে ক্লাস পরীক্ষা পুনরায় চালু হবে।
এনএইচ/আরসি-০৯