সিলেটে সোমবার থেকে শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের টিকাদান

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১০, ২০২১
০১:৩২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২১
০১:৩২ পূর্বাহ্ন



সিলেটে সোমবার থেকে শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের টিকাদান
# প্রথম ধাপে নগরের চার কেন্দ্রে দেওয়া হবে টিকা # প্রয়োজন হবে না জন্ম নিবন্ধনের

আগামী সোমবার (১৩ ডিসেম্বর) থেকে সিলেটে শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। প্রথম ধাপে সিলেট সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। প্রথম দিন টিকা দেওয়া হবে নগরের চারটি স্কুলের টিকাদান কেন্দ্রে। টিকা নিতে শিক্ষার্থীদের জন্মনিবন্ধনের প্রয়োজন হবে না।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে সিলেট জেলায় ২৫ হাজার স্কুল শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথমে সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীরা টিকা পাবে। নগরের চারটি স্কুলে প্রথম ধাপে এ টিকা দেওয়া হবে। স্কুলগুলো হলো, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইনস হাই স্কুল এবং ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ। প্রথম দিন প্রতিটি কেন্দ্রে ৬০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা হলে উপজেলা ও অন্যান্য স্কুলে টিকাদান শুরু হবে।

জানা গেছে, গত ১৭ অক্টোবর এক নির্দেশনায় দেশের মাধ্যমিক স্কুলে অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দিতে তথ্য চায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২৭ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য মাউশির ই-মেইলে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়।

গত ১৬ নভেম্বর পর্যন্ত ১ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর তথ্য পাঠায় সিলেট জেলা শিক্ষা অফিস। তবে এ সময় স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু করা যায়নি। পরীক্ষা সামনে রেখে গত ১৭ নভেম্বর থেকে সিলেটে শুরু হয় এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। ২৯ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগের প্রায় সব পরীক্ষার্থীকে আনা হয় টিকার আওতায়।

এদিকে, স্কুল শিক্ষার্থীদের টিকাগ্রহণে প্রথমে জন্মনিবন্ধনের নম্বরসহ তথ্য পাঠানোর নির্দেশ দেয় মাউশি। কিš’ জন্মনিবন্ধন করতে গিয়ে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। অনেকের জন্মনিবন্ধন সনদ থাকলেও অনলাইনে নিবন্ধন করা ছিল না। আবার নতুন করে জন্মনিবন্ধন করতে বাবা-মায়েরও জন্মনিবন্ধনের প্রয়োজন হয়। ফলে অভিভাবকদেরও নতুন করে জন্মনিবন্ধন করতে হয়। এ সময় সিলেট সিটি করপোরেশনে প্রায় ২৫ থেকে ৩০ হাজার জন্মনিবন্ধনের আবেদন পড়ে। নির্ধারিত সময়ে নিবন্ধন না হওয়ায় জন্মনিবন্ধন ছাড়াই অনেক শিক্ষার্থীর তথ্য পাঠায় জেলা শিক্ষা অফিস।

নতুন নিয়ম অনুযায়ী স্কুল শিক্ষার্থীদের টিকা নিতে জন্মনিবন্ধনের প্রয়োজন হবে না। শুধু স্কুল থেকে একটি ফরম পূরণ করেই তারা টিকা নিতে পারবেন। দুই ডোজ টিকা নেওয়ার পর কোনো শিক্ষার্থীর যদি টিকা সনদের প্রয়োজন হয় তখন তিনি সুরক্ষা অ্যাপে গিয়ে তথ্য দিয়ে সনদ নিতে পারবেন।

এসব বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা এ এসএম আবদুল ওয়াদুদ সিলেট মিররকে, ‘আগামী ১৩ ডিসেম্বর থেকে সিলেটে স্কুল শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথম দিকে সিটি করপোরেশন এলাকার চারটি প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। কারণ ফাইজারের টিকা দিতে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের প্রয়োজন। বেশিরভাগ স্কুলে সেই ব্যবস্থা নেই। যেসব স্কুলে আছে সেখানে টিকাদান শুরু হচ্ছে। বাকি স্কুলগুলোকেও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘নগরের যে চারটি কেন্দ্রে টিকা দেওয়া হবে সেসব কেন্দ্রে অন্যান্য স্কুলের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে। প্রথম ধাপে ২৫ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

 টিকা নিতে শিক্ষার্থীদের জন্মনিবন্ধনের প্রয়োজন হবে না জানিয়ে তিনি বলেন, ‘দুই ডোজ টিকা নেওয়ার পর কোনো শিক্ষার্থী চাইলে সুরক্ষা অ্যাপের মাধ্যমে সনদ নিতে পারবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘আগামী সোমবার থেকে সিলেটে স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু হবে। প্রতিটি কেন্দ্রে সিটি করপোরেশনের দুইজন স্বাস্থ্যকর্মী ৬০০ জন শিক্ষার্থীকে টিকা দেবেন।’

এনএইচ/আরসি-১০