বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়তে হলে দুর্নীতির অবসান জরুরি

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১০, ২০২১
০১:৩৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়তে হলে দুর্নীতির অবসান জরুরি
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আলোচনা সভায় বিভাগীয় কমিশনার


সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে। কারণ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ে তুলতে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা দুর্নীতির অবসান জরুরি। তাই নতুন প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী মূল্যবোধ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে থামিয়ে দেওয়া হয়েছিল; কিন্তু বতর্মান সরকারের নানা উদ্যোগ ও সাফল্যে দেশ এগিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আলোচনা সভায় ড মুহাম্মদ মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পুলিশের উপ মহাপরিদর্শক মফিজ উদ্দিন আহম্মেদ, মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ ও পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, দুদক পরিচালক এস এম মফিদুল ইসলাম।

এছাড়াও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু ও সচেতন নাগরিক কমিটির সভাপতি সমিক সহিদ জাহান সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় দীর্ঘ মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন সরকারি দফতর, বেসরকারি সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

এএন/০২