জৈন্তাপুর প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১০, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন
সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি‘র নির্বাচন উপলক্ষে জৈন্তাপুর উপজেলায় সিলেট ব্যবসায়ী পরিষদের পরিচিত ও ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১টায় জৈন্তাপুর উপজেলা সদরের একটি সেন্টারে এই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও জৈন্তাপুর ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির পরিচালক মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মো. এমদাদ হোসেন, সিলেট ব্যবসায়ী পরিষদের পরিচালক পদপ্রার্থী তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদু, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এখলাছুর রহমান, নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সাবেক ইউপি সদস্য সৈয়দ আব্দুন নুর, উপজেলা কৃষকলীগ আহ্বায়ক আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা হানিফ আহমদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শওকত আলী, ব্যবসায়ী আব্দুল হাফিজ, নিবরান চন্দ্র দাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, ছাত্রনেতা মো. আনোয়ার হোসাইন, মো. ইব্রাহিম আলী ও দুলাল হোসেন।
সভায় সিলেট চেম্বার নির্বাচনে সিলেট ব্যবসায়ী পরিষদ প্যানেল-কে ভোট দেওয়ার আহবান জানানো হয়।
আরকেএস/আরসি-১১