জৈন্তাপুর প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২১
০২:১৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১০, ২০২১
০২:১৪ পূর্বাহ্ন
জৈন্তাপুর উপজেলায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে ও যুবনেতা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ, জৈন্তিয়া ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী, নিজপাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ফখরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মমি দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফনি লাল দে, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
সভায় আলোকিত মানুষ, সমৃদ্ধশালী দেশ গঠনে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধ কল্পে অঙ্গীকার করানো হয়।
আরকেএস/আরসি-১২