বিএনপি নেতা মোয়াজ্জেমের মন্তব্যের প্রতিবাদে শাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি


ডিসেম্বর ১০, ২০২১
০২:৪০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২১
০২:৪০ পূর্বাহ্ন



বিএনপি নেতা মোয়াজ্জেমের মন্তব্যের প্রতিবাদে শাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা মোয়াজ্জেম হোসেন আলালের মন্তব্যের প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি প্রতিবাদী মিছিল বের করে ছাত্রলীগ নেতৃবৃন্দ। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন সময়ে পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী অপশক্তি ছাত্রশিবির-ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী শহীদ ফারুক হোসেন, বুয়েট ছাত্রলীগকর্মী শহীদ আরিফ রায়হান দ্বীপ, বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চট্টগ্রামের বাকলীয়া সরকারি কলেজ ছাত্রলীগের ৮ নেতাকর্মী হত্যার রায় দ্রুত ঘোষণার দাবি জানাই।

এসময় শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক মো. খলিলুর রহমান, উপ-ত্রাণ ও দূর্যোগ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, আব্দুল আল রোমান, উপ গণযোগাযোগ সম্পাদক রুবেল মিয়া, উপ-সমাজ সেবা সিমান্ত, সাবেক সদস্য মাহবুবুর রহমান,  ছাত্রলীগ নেতা তারেক হালিমি, রাজিব সরকার, মেহেদী হাসান স্বাধীন, সুমন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক তানিম খন্দকার, ফরেস্টি বিভাগ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, ফিজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির যুগ্ন-আহ্বায়ক আনাস, সমাজ বিজ্ঞান ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুরাদ,  ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম,  রায়হান ইসলাম প্রমুখ।

এইচএন/আরসি-১৪