ওসমানীনগরে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

ওসমানীনগর প্রতিনিধি


ডিসেম্বর ১০, ২০২১
০৩:১১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২১
০৩:১১ পূর্বাহ্ন



ওসমানীনগরে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং সনদ তুলে দেওয়া হয়। 

সম্মাননা প্রাপ্তরা হলেন অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী উমরপুর ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের মোঃ আলমের স্ত্রী রুপিয়া বেগম, শিক্ষা ও  চাকুরির ক্ষেত্রে অবদান রাখার জন্য রাজচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিতা দে, সফল জননী হিসেবে ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান মইনুল হক চৌধুরীর স্ত্রী রুম্মানা বেগম, সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য শিক্ষিকা সীমা কর এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুদ্যমে জীবন শুরুকারী বুরুঙ্গা ইউনিয়নের প্রথমপাশা গ্রামের মায়া বেগম।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানার সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ওসমানীনগর থানা ওসি (তদন্ত) মাকছুদুল আমিন, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্ত্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মদ নেয়ামত উল্যা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, যুগ্ম সম্পাদক কবির আহমদ,সাংস্কৃতিক সম্পাদক নূরুল ইসলাম রাফি,  ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আনা মিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, সাধারণ সম্পাদক মুক্তা পারভিন প্রমুখ।

ইউডি/আরসি-১৫