কিশোরগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুজন, সম্পাদক তানিম

শাবিপ্রবি প্রতিনিধি


ডিসেম্বর ১০, ২০২১
০৬:৫১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২১
১০:৫৪ অপরাহ্ন



কিশোরগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুজন, সম্পাদক তানিম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার  শিক্ষার্থীদের সংগঠন ‘ কিশোরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ’ এর ১৬তম কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের স্নাতকােত্তরের শিক্ষার্থী সুজন চন্দ্র বৈষ্ণব ও সাধারণ সম্পাদক হিসেবে সমাজকর্ম বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তানিম খন্দকার নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ডিসেম্বর) রাতে শাবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে (গ্যালারী) এসোসিয়েশন কর্তৃক আয়োজিত নবীনবরণও বার্বিকিউ অনুষ্ঠান শেষে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আনিসুর রহমান আনাস, মোফাস্সেল হক, ইফরান ভূইয়া, উমর ফারুক, ইলমিতা তাবাসসুম শ্রাবণ, মোহাম্মদ ইরফান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান ভূইয়া, সাবিহা সায়মন পুষ্প, আসিফ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ আলী আকবর সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক রাকেশ, রাতুল, প্রচার সম্পাদক আলাউদ্দিন, উপ-প্রচার সম্পাদক জুবায়েদুল হক রবিন, মাহদি মোস্তফা ভূইয়া বর্ষন, প্রকাশনা সম্পাদক, সাবিনা আক্তার, দীপ্তি, উপ-প্রকাশনা সম্পাদক মরিয়ম রুবি, সাহিত্য সম্পাদক আতিয়া নিসা,

উপ-সাহিত্য সম্পাদক উপমা সাহা, আমিনুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকাশ আহমেদ, তারিকুল হাসান, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মহসিন হোসাইন, জীবন, ক্রীড়া সম্পাদক সিফাত বিন হামিদ, মুজাফফর তানভীর নিপুন, উপ-ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন, তারেক রহমান, সাংস্কৃতিক সম্পাদক রুমা আক্তার, উপ-সাংস্কৃতিক সম্পাদক তানজিনা আরা তৃনা, ফাবিয়া আক্তান,

সমাজকল্যাণ সম্পাদক রঞ্জন আহমেদ উদয়, ইউসুফ, উপ- সমাজকল্যাণ সম্পাদক নাদিম, আরমান, নাফিয়াম আলম পূর্ণ, কার্যকরী সদস্য  উচ্ছাস সাহা, ফরহাদ, হৃদয় আহমেদ,

আলমগীর হোসেন আদনান, এহসানুল করিম রাতুল, অনাদি, জুবায়ের আহমেদ সালমান, ইমরান, ইসরাত জাহান রিংকু, রায়হান, রত্নজিত দাস দূর্জয়, আফিফ আনজুম নিলয়।

এ সময় নবীনবরণ ও বার্বিকিউ অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি সুমন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উসমান গণির সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও আইপিই বিভাগের অধ্যাপক ড. মো আবু হায়াত মিঠু, সিইপি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসাইন, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মারিয়া সুলতানা, এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. আশরাফুল ইসলাম (হিমেল), মোয়াজ্জেম আফরানসহ সাবেক নেতৃবৃন্দ।

এইচএন/আরসি-০৬