ওসমানীনগর প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২১
০৯:২৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১০, ২০২১
০৯:২৬ অপরাহ্ন
ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী পীর মো. মজনু মিয়ার সমর্থনে মতবিনিময় সভা বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণগ্রামের অনুষ্ঠিত হয়।
বৃহত্তর ব্রাহ্মণগ্রাম ঐক্যের উদ্যোগে সাবেক ইউপি চেয়ারম্যান মাহমদ আলী’র বাড়িতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মন্নান।
ইউপি সদস্য বেলাল আহমেদের পরিচলনায় এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউপি চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী পীর মো. মজনু মিয়া। প্রধান বক্তা ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ।
সভায় আরও বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, কোষাধ্যক্ষ শাহ নুরুর রহমান শানুর, ইউপি সদস্য জিলু মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, সমাজসেবক আব্দুল জলিল জিলু, গোয়ালাবাজারের ব্যবসায়ী অরুণ দেব, রমজান আলী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, তছির মিয়া, আব্দুল মুমিন, ছাত্রলীগ নেতা মাহবুব মিযা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, দরাজ মিয়, আলা মিয়া, এলাইছ মিয়া, মাওলানা আব্দুস শকুর, ডা. বিদ্যুৎ ধর, পংকজ পুরকায়স্থ, চয়ন দাস, সুন্দর মিয়া, তছন মিয়া, কবির হোসেন, শাহ আলমগীর, আবু মিয়া, আব্দুল মতিন, আজাদ মিয়া, জুয়েল আহমদ, জাহাঙ্গীর মিয়া, এহিয়া আহমদ, খছরু মিয়া প্রমুখ।
সভায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পীর মো: মজনু মিয়া বলেন, আমি গোয়ালাবাজারের সাবেক চেয়ারম্যান ছিলাম। সে সময় ইউনিয়নের উন্নয়নে নানা ধরণের পরিকল্পনা বাস্তবায়ন করে। পরবর্তীতে সঠিক নেতৃত্বের অভাবে গোয়ালাবাজারের তেমন উন্নয়ন হয়নি। সিলেটের অন্যতম ব্যবসা কেন্দ্র গোয়ালাবাজারের রাস্তা-ঘাটের দৈন্যদশা, আবর্জনার স্তুপ আমাদের অসহায়ত্ব প্রমাণ করে। তাই এ ইউনিয়নের মানুষের দুর্ভোগ লাঘবে চাই দক্ষ নেতৃত্ব। গত ২০১১ ও ২০১৬ সালেও আমি ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীতা করেছিলাম। কিন্তু এলাকার বৃহৎ অংশের সমর্থন থাকার পরও নানা ধরণের চক্রান্ত ও কতিপয় সুবিধালোভী মানুষের কারণে নির্বাচনী ফলাফল অনুকূলে আসেনি। কিন্তু তারপরও এলাকার জনগণের সুখ দু:খে পাশেই ছিলাম। বিভিন্ন দুর্যোগে আমিও আমার পরিবারের পক্ষ থেকে অসহায় মানুষদের নানা ভাবে সহায়তা করেছি। এ ধারা অব্যাহত রেখে এলাকার জাতি-ধর্ম-বণ নির্বিশেষে সবার সেবা করার লক্ষ্যে আমি আসন্ন ইউপি পরিষদ নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। আমার বিশ্বাস উন্নয়নের পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকলে আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না।
ইউ ডি/বি এন-০৩