শীতার্ত মানুষের মাঝে শাবিপ্রবি 'কিন'র শীতবস্ত্র বিতরণ

শাবি প্রতিনিধি


ডিসেম্বর ১০, ২০২১
১০:০৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২১
১০:০৩ অপরাহ্ন



শীতার্ত মানুষের মাঝে শাবিপ্রবি 'কিন'র শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জের ছাতক উপজেলার পশ্চিম মাছিমপুরের দোয়ারা বাজার এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'কিন'।

শুক্রবার (১০ ডিসেম্বর) মাছিমপুরের একটি বিদ্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করে সংগঠনের নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণে সিলেটের প্রত্যন্ত অঞ্চল ও নদীভাঙনে কবলিত দোয়ারা বাজার এলাকার দরিদ্র ও অসহায় ১৫০ টি পরিবারকে কম্বল বিতরণসহ মোট ৩০০ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

কিনের পাঁচটি উইংস এর মধ্যে অন্যতম হচ্ছে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি। এ উপলক্ষে গত ১৩ নভেম্বর থেকে শীতবস্ত্র সংগ্রহ ও আর্থিক অনুদান সংগ্রহ করে আসছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত শীতবস্ত্র সংগ্রহ অভিযান চলবে। এরই মাঝে বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছে সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ‘আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত’ এই মূলমন্ত্রকে সামনে রেখে ২০০৩ সালের ৩০ জানুয়ারি যাত্রা শুরু করে ‘কিন’। শুরু থেকেই শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ, রক্ত সংগ্রহ, পথ শিশুদের শিক্ষা কার্যক্রম প্রদানসহ দুস্থ, অসহায়, পথ শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

কিনের এ কর্মসূচিতে আর্থিক সহায়তা পাঠানো যাবে নিম্নোক্ত নগদ, বিকাশ, রকেট এবং ডিবিবিএল নাম্বারেঃ

নগদ(পারসোনাল)    : 01868675185

বিকাশ(পারসোনাল) : 01680904021

রকেট(পারসোনাল)  : 014056605268

ডিবিবিএল(A/C)      :

AROVIN AL NAYEM (ব্রাঞ্চ: আম্বরখানা সিলেট)

2011050012175

এইচ এন/বি এন-০৫