শাবি প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২১
১০:১৭ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১০, ২০২১
১০:২৩ অপরাহ্ন
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান'।
শুক্রবার (১০ ডিসেম্বর) ১ম ধাপে কুলাউড়ায় ক্লীভডন টি এস্টেট এবং মেরিনা টি এস্টেটের চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র এবং নতুন কম্বল বিতরণ করা হয়।
এ সময় ১২০ টি পরিবারকে নতুন কম্বল এবং ১ হাজার ১৫০ জন মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করে স্বপ্নোত্থান। প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করেছে "স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান - ২০২১"। এরই ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ক্লীভডন টি এস্টেটের এসিস্ট্যান্ট ম্যানেজার মো. ইস্তিয়াক আহমেদ।
তিনি বলেন ‘স্বপ্নোত্থান এর এই মহতি উদ্যোগ খুবই প্রশংসনীয়। আমরা আশা করবো স্বপ্নোত্থানের এ কার্যক্রমের ধারা যেন অব্যাহত থাকে।’ পরিশেষে স্বেচ্ছাসেবী কাজের জন্য স্বপ্নোত্থান কর্মীদের ধন্যবাদ জানান তিনি।
এইচ এন/বি এন-০৬