জৈন্তাপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রীর উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও মতবিনিময়

জৈন্তাপুর প্রতিনিধি


ডিসেম্বর ১০, ২০২১
১০:৫০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২১
১০:৫০ অপরাহ্ন



জৈন্তাপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রীর উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও মতবিনিময়

সিলেটের জৈন্তাপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি চা-শ্রমিকদের বাসগৃহ,  তৈয়ব আলী ডিগ্রী কলেজের ৪তলা আইসিটি ভবন উদ্বোধন, সৌদি আরবগামী কর্মীদের হোটেল কোয়ারেন্টিন বাবদ ভর্তুকির চেক ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অর্থায়নে শ্রীপুর চা বাগানে ২টি বাসগৃহ উদ্বোধন করেন।

৩টায় জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের নব নির্মিত ৪তলা বিশিষ্ট আইসিটি ভবন উদ্বোধন করেন। ৩টা ৪৫ মিনিটে জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে মন্ত্রী সৌদি আরবগামী কর্মীদের হোটেল কোয়ারেন্টিনের ভর্তুকির চেক বিতরণ করেন ও সর্বশেষ জৈন্তাপুর উপজেলার ৫টি ইউরি নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সাথে মত বিনিমিয় করেন। 

জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূসরাত আজমেরী হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর-কানাইঘাট সাকেল, সিনিয়র এ.এস.পি আব্দুল করিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম.এ, ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল ডক্টন এনামূল হক সরদার, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমেদ। 

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৭ পরগনার শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, সুলতান করিম, বাহারুল আলম বাহার, রফিক আহমদ, কামরুজ্জামান চৌধুরী।

উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, আওয়ামীলীগ নেতা হায়দর আলী, হাসিনুল হক হুসনু, সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আমিন আহমদ, রুবেল শরিফ, বিভিন্ন ইউপির নির্বাচিত সদস্য ও সদস্যগণ সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

আর কে/বি এন-০৮