খাসি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১১, ২০২১
০৩:৫২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২১
০৩:৫২ পূর্বাহ্ন



খাসি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

খাসি স্টুডেন্ট ইউনিয়ন আয়োজিত বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া খাসি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও প্রি-খ্রিস্টমাস অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) এ অনুষ্ঠান আয়োজিত হয়।

খাসি স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি এলিজ্যাক তাংসং-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু রুপসীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল।

তিনি বলেন, ‘আধুনিক শিক্ষা ও জ্ঞানবিজ্ঞানে দক্ষতা অর্জন করেই আগামীর পৃথিবীতে টিকে থাকতে হবে। এজন্য নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টিকে বুকে ধারণ করতে হবে। বিশ্বায়নের যুগে মূলধারার জনগোষ্ঠির সঙ্গে প্রতিযোগিতায় সফল হতে খাসিয়া জনগোষ্ঠির প্রতিটি ছাত্র-ছাত্রীকে পরিশ্রমী ও মেধাবী হতে হবে।’

তিনি আরও বলেন, ‘দুর্গম পাহাড় টিলা ও সীমান্ত এলাকায় কঠোর পরিশ্রম করে প্রকৃতির সঙ্গে মানিয়ে পরিবেশ ও জৈব বৈচিত্র রক্ষা করে টিকে থাকার সংগ্রামের পাশাপাশি দেশের মূলধারায় অবস্থান সুসংহত করতে না পারলে মৌলিক ও মানবাধিকার পুরোপুরী ভোগ করা সম্ভব হবে না। তিনি খাসিয়া পুঞ্জিসমূহে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য সরকারের নিকট দাবি জানান।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেট্রিক সোয়ের ও লিভিংসন পঃস্না। বক্তব্য দেন, প্রিন্সি পাটুয়াট, সানডে পঃডুয়েং, রিয়া রেখেলেম, মারকুস পাপাং, বিজয় সুচিয়াং প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে এ বছর বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া খাসিয়া জনগোষ্ঠির ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।

আরসি-২৪