সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২১
০৪:০৭ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১১, ২০২১
০৪:০৭ পূর্বাহ্ন
রাতারগুলের জলারবন এলাকায় নৌকার প্রবেশ মূল্য মওকুফের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী ও মাঝিরা। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে জলারবন নৌকারঘাটে এ মানববন্ধন হয়।
এ সময় বক্তারা বলেন, ‘বন বিভাগের পক্ষ থেকে বনে প্রবেশের জন্য প্রাপ্ত বয়স্ক ৫৮ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের ২৮ টাকা ভ্যাটসহ প্রবেশ মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে, যা অযৌক্তিক। এর ফলে পর্যটক বিমুখ হবে রাতারগুল থেকে। প্রবেশ মূল্য সহনশীল করে ২০ টাকার মধ্যে রাখার দাবি জানাচ্ছি।’
বক্তারা আরও বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে নৌকা ভাড়া ৭৫০ টাকা নির্ধারণ করে দিয়ে তার উপর থেকে ১১৫ টাকা ভ্যাট কেটে নেয়া হচ্ছে মাঝিদের কাছ থেকে। এভাবে ১১৫ টাকা কেটে নিলে আমাদের না খেয়ে মরতে হবে। একজন মাঝি সপ্তাহে একবারই নৌকা নিয়ে ভেতরে যেতে পারে, আনুসঙ্গিক বিভিন্ন খরচ রয়েছে তার উপর আরও ১১৫ টিাকা কেটে কিভাবে চলব আমরা, আমাদের ভ্যাট মওকুফের দাবি জানাই।’
বক্তারা বলেন, ‘বনে পর্যটক প্রবেশ মূল্য বেশী হওয়ায় কমতে শুরু করেছে পর্যটকদের আগমন। নানারকম তর্ক বির্তকে জড়াতে হয় নৌকার মাঝিদেরই। সরকারের কাছে প্রবেশ মূল্য কমানো ও মাঝিদের ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, ইতিমধ্যে আমরা বন বিভাগ, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করি সংশিষ্ট প্রশাসন অতিসত্ত¡র আমাদের দাবিটি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপস্থিত ছিলেন, মিনহজ উদ্দিন, সোনা মিয়া, হারিছ মিয়া, ফখরুল ইসলাম, আব্দুল কাদির, সুফিয়ান, কয়ছর উদ্দিন, লাল আহমদ, আবুল হোসেন, খালেদ আহমদ, ইরফান আলী, কাসিম আলী, ফজলু মিয়া, লিয়াকত আলী, মনির ইসলাম, সৈয়দ আহমদ, মাজহারুল ইসলাম, কামাল উদ্দিন, বাবুল আহমদ, মজন ইসলাম, লায়েক আহমদ, আসলাম উদ্দিন, শরীফ ইসলাম, জুনেদ আহমদ, সাত্তার আলীসহ প্রমুখ।
আরসি-২৫