নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১১, ২০২১
০৪:৫১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১১, ২০২১
০৪:৫১ পূর্বাহ্ন
উনবিংশ শতাব্দিতে নারীর পরাধীনতার বিরুদ্ধে শুরু করা সংগ্রামে বেগম রোকেয়া অনুস্মরণীয় বলে মন্তব্য করেছেন নারী মুক্তি কেন্দ্র সিলেটের নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরের উপকণ্ঠ মালনীছড়া চা বাগানে আয়োজিত ‘নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া’ র ১৪১তম জন্ম ও ৮৯তম মৃত্যুবার্ষিকী স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, ঊনবিংশ শতকে নারীরা যখন অবরোধবাসিনী, সেই সময়ে নারীর পরাধীনতার বিরুদ্ধে তিনি প্রথম আওয়াজ তুলেছেন। ফলে আজকের যুগেও দাড়িয়ে নারী স্বাধীনতার কথা যেখানে বলতে হয় সেখানে বেগম রোকেয়ার সংগ্রাম অনুস্মরণীয়।
বক্তারা আরও বলেন, রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমানাধিকার। ঐ যুগে তিনি নারীদের শিক্ষার আলোয় নিয়ে আসার চেষ্টা করেছেন। নারীশিক্ষার প্রসারে কাজ করে গেছেন আমৃত্যু। নারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, তাদের ক্ষমতায়ন, ভোটাধিকারের জন্য লড়াইটা বেগম রোকেয়ার মাধ্যমেই শুরু হয়।
বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সাধারণ সম্পাদক ইশরাত রাহি রিশতার সভাপতিত্বে ও সদস্য লক্ষী পালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য অ্যাডভোকেট রনেন সরকার রনি, চা শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমরেড হৃদেশ মুদি, নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলার সদস্য মিতা সিং, তিনু দত্ত প্রমুখ।
বক্তারা বর্তমান প্রেক্ষাপটে সমাজ পরিবর্তনের সংগ্রামকে সামনে রেখে বেগম রোকেয়া এবং তাঁর চিন্তা ও সংগ্রামকে আরও বেশি করে চর্চা করার উপর গুরুত্ব দেন।
আরসি-২৮