শাবিপ্রবির পিএমই অ্যাসোসিয়েশনের ভিপি লিমন, সম্পাদক রাত্রি

শাবিপ্রবি প্রতিনিধি


ডিসেম্বর ১১, ২০২১
১০:১৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২১
১০:২৪ পূর্বাহ্ন



শাবিপ্রবির পিএমই অ্যাসোসিয়েশনের ভিপি লিমন, সম্পাদক রাত্রি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিতে সহ-সভাপতি (ভিপি) পদে বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মোঃ শিহাব ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক পদে ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মালিহা আঞ্জুমান রাত্রি কে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) পিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. এম. ফরহাদ হাওলাদারের সভাপতিত্বে এ নতুন কমিটি গঠন করা হয়। 

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- সহ-সাধারণ সম্পাদক মোঃ নাঈম হাসান ভুঁইয়া, সহ-কোষাধ্যক্ষ আল মিনহাজ মবিন, সাংগঠনিক সম্পাদক অঞ্জন বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক রাউফুন জাহান মিলেনিয়াম, ক্রীড়া সম্পাদক আলামিন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ফারহিন জামান, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম সিফাত।

এছাড়া কমিটিতে জ্যৈষ্ঠ কার্যনির্বাহী সদ্স্য হিসেবে আছেন- স্বস্তি দাস, এমাদ হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- পরমা দাস, নাবিল মাহমুদ, মোঃ আলিমুজ্জামান, মোঃ তানভীর সরওয়ার, শ্রেয়সী রায় শ্রীমা।

এছাড়া পদাধিকারবলে কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. এম. ফরহাদ হাওলাদার ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী অধ্যাপক মোঃ সিফাত তানভীর।

এদিকে শাবিপ্রবির পিএমই বিভাগ ও ব্রাক যৌথভাবে আগামী রবিবার (১২ ডিসেম্বর) "Youth Engagement in Disaster Risk Reduction (Y-DDR)" বিষয়ের উপর একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে। উক্ত সেমিনার উপলক্ষ্যে শিক্ষার্থীদের নিকট " Creative and Resourceful Ideas in Disaster (earthquake) Risk Reduction and Humanitarian Responce" বিষয়ের উপর লেখা পাঠানোর আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীদের পাঠানো লেখা যাচাই বাছাই করে প্রথম ৫ জনকে পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।

এইচএন/আরসি-০৪