গোলাপগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

গোলাপগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ১১, ২০২১
০৬:৪৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২১
০৬:৪৬ অপরাহ্ন



গোলাপগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।

শনিবার (১১ ডিসেম্বর)  ভোর রাত ৫টায় ভাদেশ্বর ইউপির শেখপাড়া গ্রামের আব্দুল কূইয়ুমের বাড়িতে বৈদ্যুতিক গোলাযোগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডে পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক  ৫ থেকে ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, শনিবার ভোর রাত ৫টায় বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মসজিদে মাইকিং করে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হায়দার আলী। 

এফ এম/বি এন-০১