‘প্রশিক্ষণ নিয়ে প্রবাসে যাওয়ার আগ্রহ বৃদ্ধি করতে হবে’

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ১২, ২০২১
০১:৩৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১২, ২০২১
০১:৩৪ পূর্বাহ্ন



‘প্রশিক্ষণ নিয়ে প্রবাসে যাওয়ার আগ্রহ বৃদ্ধি করতে হবে’

দেশের মানুষকে প্রশিক্ষণ নিয়ে প্রবাসে যাওয়ার আগ্রহ বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন। 

মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সাধারণ মানুষের মধ্যে সরকারি ভাবে প্রশিক্ষণ নিয়ে প্রবাসে যাওয়ায় আগ্রহ কম। প্রশিক্ষন নিয়ে দক্ষ হয়ে প্রবাসে যাওয়ায় আগ্রহ বৃদ্ধি করতে হবে। অদক্ষ শ্রমিকদের জন্য বিদেশে কর্মসংস্থান কম। দক্ষ হয়ে প্রবাসে শ্রমিক পাঠানোর জন্য সরকার বিভিন্ন সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে বলে জানান তিনি।

আজ শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে ও সিএ ফায়জুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী ইমরান আহমদ।

এসয় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সহ-সভাপতি আবু বাক্কার, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অকিল বিশ্বাস, ইয়াকুব আলী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান মাষ্টার, আলমগীর আলম, ইকবাল হোসেন ইমাদ, সাজ্জাদুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ, সদস্য রিয়াজুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুবলীগ নেতা এখলাছুর রহমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।

কেএ/আরসি-১৪