জৈন্তাপুর প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২১
০২:০৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১২, ২০২১
০২:০৮ পূর্বাহ্ন
জৈন্তাপুর মাদরাসায় শিক্ষার অন্যতম বিদ্যাপিট খরিল নেজামুল উলুম (চাক্তা) আলিম মাদরাসা ফাযিল (ডিগ্রী) স্তরে উন্নীত হওয়ায় শোকরিয়া সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় মাদরাসাটি ফাযিল (ডিগ্রী) স্তরে উন্নীত হওয়ায় মাদরাসার হল রুমে অনুষ্টিত শোকরিয়া সভা আয়োজিত হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাছরুর আহমদের পরিচালনায় অমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মুরব্বী এনায়েত উল্লাহ, সাবেক ইউপি সদস্য কুটি মিয়া, নুরুল হক, মুজিবুর রহমান, আব্দুল্লাহ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন অত্র মাদারাসার শিক্ষার্থী অভিভাবকরা।
চাক্তা মাদরাসাটি উপজেলার মধ্যে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবধান রাখায় এই প্রথম উপজেলার মধ্যে প্রতিষ্ঠানটি ডিগ্রী স্থরে উন্নীত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিরা। সেইসঙ্গে মাদরাসার শিক্ষা ব্যবস্থা আরও ব্যাপক হারে বৃদ্ধির লক্ষে কাজ করার আহবান জানান।
আরকেএস/আরসি-১৫