শাবিপ্রবিতে ভর্তির মেধা তালিকা প্রকাশ

শাবিপ্রবি প্রতিনিধি


ডিসেম্বর ১২, ২০২১
০২:৩২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১২, ২০২১
০২:৩২ পূর্বাহ্ন



শাবিপ্রবিতে ভর্তির মেধা তালিকা প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিইচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। 

আজ শনিবার (১১ ডিসেম্বর ) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ।

তিনি বলেন, শাবিপ্রবিতে ‘এ-১’ ইউনিটে ১৪ হাজার ২৬৫ জন, ‘এ-২’ ইউনিটে ৫৩৬ জন এবং ‘বি’ ইউনিটে ১৫ হাজার ৪৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। তাদের সকলের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি ৪ বিভাগের নির্ধারিত আসনের উপর ভিত্তি করে প্রকাশিত তালিকা থেকে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ডাকা হবে। তবে আসনের তুলনায় কিছু শিক্ষার্থী বেশি ডাকা হবে।

তিনি আরো বলেন, গুচ্ছের ফলাফলের ওপর ভিত্তি করে এ মেধা তালিকা প্রস্তুত করেছি। এবার ভর্তির ক্ষেত্রে তাদের এসএসসি এবং এইচএসসির কোনো নাম্বর রাখা হয়নি। শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত সব তথ্য https://admission.sust.edu.bd  এ ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন।

এইচএন/আরসি-১৮