সিলেট চেম্বার নির্বাচনে দুই প্যানেলের ১১ জন করে পরিচালক বিজয়ী

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১২, ২০২১
০৯:১২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১২, ২০২১
১০:০২ পূর্বাহ্ন



সিলেট চেম্বার নির্বাচনে দুই প্যানেলের ১১ জন করে পরিচালক বিজয়ী

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে সিলেটের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বিবার্ষিক (২০২২-১২) নির্বাচন। শনিবার (১১ ডিসেম্বর) নগরের ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে নির্বাচনের ভোটগ্রহণ হয়। গণনা শেষে আজ রবিবার (১২ ডিসেম্বর) ভোররাত ৩ টা ১০ মিনিটে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

এতে দুই প্যানেলের কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ২২ পদের বিপরীতে সিলেট ব্যবসায়ী পরিষদ ও সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে ১১ জন করে পরিচালক নির্বাচিত হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে রয়েছে অনেকগুলো তরুণ ও নতুন মুখ।


নির্বাচিত নতুন ২২ পরিচালক হলেন অর্ডিনারি শ্রেণিতে নির্বাচিত হয়েছেন হুমায়ূন আহমদ, আলীমুল এহছান চৌধুরী, জহিরুল কবির চৌধুরী শিরু, ফাহিম আহমদ চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবুল, খন্দকার ইসরার আহমদ রকী, মো. আব্দুস সামাদ (তুহেল) মো. আব্দুর রহমান জামিল, দেবাংশু দাস মিঠু, ফালাহ উদ্দিন আলী আহমদ, মুশফিক জায়গীরদার, ফখর উস সালেহীন নাহিয়ান।


অ্যাসোসিয়েট শ্রেণিতে তাহমিন আহমেদ, ওহিদুজ্জামান চৌধুরী রাজিব, মুজিবুর রহমান মিন্টু, মো. মোস্তাফিজুর রহমান, জিয়াউল হক, সরোয়ার হোসেন ছেদু, ট্রেড গ্রুপ শ্রেণিতে আবু তাহের মো. শোয়েব, মো. হিজকিল গুলজার ও মো. আতিক হোসেন, টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে আমিনুর রহমান।

ভোট গণনা শেষে রাত ৩টা ১০ মিনিটে অর্ডিনারি শ্রেণির ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার জলিল। ফলাফলে সিলেট ব্যবসায়ী পরিষদ প্যানেলের ৯ জন এবং সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ৩ জন নির্বাচিত হন।

এসএইচ/আরসি-০২