জৈন্তাপুরে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠান

জৈন্তাপুর প্রতিনিধি


ডিসেম্বর ১২, ২০২১
০৭:৪৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১২, ২০২১
০৭:৪৬ অপরাহ্ন



জৈন্তাপুরে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠান

জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২১ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 

রবিবার (১২ ডিসেম্বর)  সকাল ১২টায় বিদ্যালয় বিদ্যালয়ের মিলনায়তনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা অঞ্জনা নাথের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফারুক আহমেদ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসেন প্রমুখ। পরে অনুষ্ঠানের অতিথিরা আনুষ্ঠানিক ভাবে মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

আর কে/বি এন-০৪